ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে জেনে নিন

বাসক গাছের ১১টি ঔষধি গুণপ্রিয় পাঠকবৃন্দ, সকলকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকের এই আর্টিকেলে ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে জেনে নিন। অনেক আগ থেকে ভাঁট গাছের পাতা রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা রাখে। আমাদের অনেকের ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে জানা নেই।
ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে জেনে নিন
ভাঁট গাছের পাতা আমাদের মানব শরীরের বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে। অতএব পাঠকবৃন্দ আমাদের এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন ও ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত নিন। নিম্নে ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ভূমিকা

ভাঁট গাছ সাধারণত বাড়ির আশেপাশে ঝোপ ঝাড়ে বেশি দেখা যায়। ভাঁট গাছের বৈজ্ঞানিক নাম Clerondendron Viscosum, ইংরেজি নাম Glory Bower, ৩ থেকে ৪ মিটার লম্বা হয়ে থাকে। ভাঁট গাছের পাতাগুলো দেখতে অনেকটা পান পাতার মতো উপরে খসখসে। ডালের শীর্ষে মেরুদন্ডের ফুল ফোটে পাপড়ির রং সাদা হালকা বেগুনী মিশাল রয়েছে। ভাঁট গাছের ফুলের রয়েছে মিষ্টি সৌরভ, ফুল ফোটার পরে মৌমাছিরা মধু সংগ্রহ করে।

ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে জেনে নিন

  • মাথায় উকুন হলে ভাঁট গাছের পাতার রস করে মাথায় এক ঘন্টা লাগিয়ে রেখে দিয়ে ধুয়ে ফেলুন উকুন আর থাকবে না।
  • ভাঁট গাছের পাতা পিষে ক্ষত স্থানে লাগালে প্রতিকারটি ম্যাচুরেন্ট হিসেবে কাজ করে এবং আলসার নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে। তাছাড়া এটি ফোলা ভাব কমাতে উল্লেখযোগ্য অবদান রাখে।
  • দীর্ঘদিন ধরে জ্বর লেগে থাকলে বা আমাশয়, পেট ব্যথা হলে ভাঁট গাছের কচি ডগার রস কয়েকদিন সকালে খেলে রোগ ভালো হতে সহায়তা করে।
  • পেটে মল জমলে অথবা অনেক দিন ধরে বদহজমে ভুগছেন ও পেট যন্ত্রণা করে। সেক্ষেত্রে ভাঁট গাছের মূলের ৬ থেকে ৭ গ্রাম পরিমাণ রস এক গ্লাস ঘোলের সঙ্গে মিশিয়ে খাওয়া হলে যন্ত্রণা আর থাকে না।
  • ভাঁট গাছের পাতার রস অত্যন্ত খুব তিতা স্বাদের হয়। যদি পেটে কৃমি হয় সে ক্ষেত্রে ভাঁট গাছের পাতার রস খেলে কৃমি মরে যায়।
  • বিষাক্ত পোকামাকড়ে কামড়ালে কত স্থানে ভাঁট গাছের পাতা এবং ফুল বেটে ক্ষতস্থানে লাগালে যন্ত্রণা কমবে এবং বিষ নষ্ট হয়ে যাবে।
  • ছোট ছেলে মেয়েদের ম্যালেরিয়া রোগে বিশেষ কাজ করে ভাঁট গাছের পাতার রস। দিনে তিনবার দুই চামচ করে ভাঁট গাছের রস খাওয়াতে হবে টাটকা।
  • শরীরের যে কোনো চর্মরোগ হলে ভাঁট গাছের পাতাকে ঠেঁটে থেঁতো করে কত স্থানে প্রলেপ দিয়ে পরিষ্কার পাতলা কাপড় বেঁধে দিতে হবে। এভাবে কয়েকদিন নিয়মিত ব্যবহার করলে চর্মরোগ সেরে যাবে।
  • শরীর দুর্বল হয়ে পড়লে ভাঁট গাছের পাতার রস তিন থেকে চার চামচ পরিমাণ খেলে শরীরে দ্রুত বল ফিরে আসে।
  • ভাঁট গাছের মূল দিয়ে দাঁত ব্রাশের মেছওয়াক হিসেবে ব্যবহার করা যায়।
  • লিভারের রোগ নিরাময়ে ভাঁট পাতা চিবিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। এটি ডায়রিয়া নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে।
  • ভাঁট গাছের ছাল ও শিকড় দিয়ে রস করে খেলে, জ্বর সর্দি-কাশি কমে যায়।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি আমাদের এই আর্টিকেলটিতে ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন। ভাঁট গাছের পাতার উপকারিতা সম্পর্কে জেনে উপকৃত হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এই আর্টিকেলটি সম্পর্কে কোন প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এমন ধরনের আরো আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • MD Hasibur Rahman
    MD Hasibur Rahman August 16, 2025 at 8:36 AM

    ঔষধি গুণ সম্পূর্ণ গাছ

    • Apurbo Hasan
      Apurbo Hasan September 8, 2025 at 10:20 PM

      ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url